বিজয় মিছিলে না, ক্যানিং সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত

কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, করোনার সময় বিজয় মিছিল করা যাবেনা। গতকাল তৃণমূলের বিরাট জয়ের পর দলের নেত্রী সাফ জানিয়ে দেন, এখনই বিজয় মিছিলে মাতবেন না। করোনা গেলে ব্রিগেডে বড়ো করে বিজয় উৎসব করা হবে। তার আগে রাজ্যজুড়ে জোড়াফুলের একের পর এক জয়ের খবর আসতেই বিভিন্ন জায়গায় আবির খেলায় মেতে ওঠেন সমর্থকেরা।

 

 

কমিশনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কালিঘাটে মমতার বাড়ির সামনে বিজয়োল্লাসে মেতে ওঠেন তৃনমূল সমর্থকেরা। তবে আজ পাল্টে গেল চেহারা। দেখা যাচ্ছেনা বিজয় মিছিলের ছবি। করোনা পরিস্থতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোথাও দেখা গেলনা বিজয়োৎসবের ছবি।

 

বিজয় মিছিল না দেখা গেলেও কোথাও কোথাও দেখা গেল ভোট পরবর্তী হিংসার ছবি। দক্ষিন ২৪ পরগনার ক্যানিংয়ে আইএসএফ সমর্থেকদের প্রায় ৬০ টি বাড়ি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এছাড়াও জীবনতলা ও মগরাহাটে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট, শাসন, মীনাখাতেও ভোট পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। হিংসার হাত থেকে বাদ যায়নি মুর্শিদাবাদ, মালদাও। দুই জেলার বেশকিছু জায়গায় ভোট পরবর্তী বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে।

Latest articles

Related articles