রঘুনাথগঞ্জঃ ‘হেলদি পিপল, হেলদি ন্যাশন’ উপলক্ষে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া দেশব্যাপী বিভিন্ন প্রোগ্রাম করে চলেছে। তারই অংশ হিসেবে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের সেখালিপুর অঞ্চলের উদ্যোগে মাদকবিরোধী র্যালির আয়োজন করা হল বুধবার।
এদিন বিকেল তিনটের সময় বড়জুমলা মোড় থেকে কৃষ্ণপুর পর্যন্ত অসংখ্য লোক এই পথ মিছিলে অংশগ্রহণ করেন।