রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন জানেন?

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200715-WA0016

এনবিটিভি ডেস্ক: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে বুধবার তাঁর হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি তুলে দিলেন তৃণমূলের এক প্রতিনিধিদল। এএনাই জানিয়েছে, বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু নিয়ে বিস্তারিত জানিয়ে ওই চিঠি লিখেছেন মমতা। প্রতিনিধিদলে ছিলেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন।

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিন্দোলে সোমবার ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেবেন্দ্রনাথের দেহ। তারপরই সরগরম হয় রাজ্যরাজনীতি। উত্তরবঙ্গ বনধ ডাকে বিজেপি। রাজ্যে তাদের এক প্রতিনিধিদল যান রাজভবনে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিতে।

দিল্লিতেও বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের নেতৃত্বে আরেকটি দল যায় রাষ্ট্রপতিভবনে। তারপরই বুধবার তৃণমূলের দলটি দেখা করেছে রাষ্ট্রপতির সঙ্গে।

উল্লেখ্য, মঙ্গলবারই স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দেবেন্দ্রনাথকে খুন করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্টে এটি আত্মহত্যা বলে জানানো হয়েছে। এর পিছনে রয়েছে জমিজমা ও অর্থনৈতিক কারণ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর