এনবিটিভি ডেস্কঃ শুক্র বার সন্ধ্যায় ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল পুরীর জগন্নাথ মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে! চরম ন্যক্কারজনক এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত পুরোহিতের নাম সংগ্রাম দাস (২৭) । হিন্দু ধর্মাবলম্বীদের এক পবিত্র স্থান মন্দির। উড়িষ্যার পুরির মন্দির সারা ভারত বর্ষ ক্ষেত। সেখানে লক্ষ মানুষের জমায়েত চোখে পড়ার মতো। যানা যায় নাবালিকাটি হায়দ্রাবাদের বাসিন্দা । যেখানে সারা দেশের মানুষ পুণ্য অর্জন করতে যান, সেখানেই যে এমন পাপের ঘটনা ঘটতে পারে, তা যেন ভাবতে পারছেন না অনেকেই। আসলে সাধারণ মানুষ সমস্ত পুরোহিতদের অন্ধ ভাবে বিশ্বাস করে আসছে। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অনেক গুন বেশি হয়ে থাকে।
ঘটনার পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বেরিয়ে এলে সব জানাজানি হয়। এর পরেই থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। নাবালিকার বয়ান সংগ্রহ করেন ম্যাজিস্ট্রেট। এর পরেই গ্রেফতার করা হয় পুরোহিতকে। এর আগেও এ দেশে একাধিক যৌন হেনস্থা ও ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে পুরোহিতদের। প্রশ্ন ওঠে, ধর্মের পূজারীদের যদি এমন অবস্থা হয়, তবে ঈশ্বর কি আদৌ তাদের পুজো গ্রহণ করেন ! পুরীর ঘটনায় নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। আপাতত চিকিত্সাধীন আছে সে । জেরা করা হচ্ছে ধৃত পুরোহিতকে ।