জাতীয় পৌর স্বাস্থ্য মিশনের অধীনে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হল কান্দি পৌরসভায়

জৈদুল সেখ, কান্দি: শুক্রবার থেকে মুর্শিদাবাদ জেলার কান্দি জেমো রাজবাড়ি সংলগ্ন এলাকায় জাতীয় পৌর মিশনের অধীনে পৌর স্বাস্থ্য কেন্দ্র চালু করা হল। গত ৮ই ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের প্রশাসনিক বৈঠক থেকে।

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনি ফলক।

 শুক্রবার এই স্বাস্থ্য কেন্দ্র সাধারণ মানুষের জন্য চালু করা হলো কান্দি পৌরসভার পক্ষ থেকে। জাতীয় পৌর স্বাস্থ্য মিশনের অধীনে কান্দি পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু করার পাশাপাশি জেমো এলাকায় দুঃস্থ মানুষদের শীতবস্ত্র উপহার প্রদান করা হলো কান্দি পৌরসভার পক্ষ থেকে।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌর প্রশাসক দেবাশিস চ্যাটার্জী, কান্দি পৌরসভার সহকারী পৌর প্রশাসক দেবল দাস, কান্দি মহকুমা হাসপাতালের অধীক্ষক ডাঃ প্রনব কুমার মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Latest articles

Related articles