Tuesday, April 22, 2025
30 C
Kolkata

গ্রামোন্নয়নে শিক্ষার উদ্যোগে কালিয়াচক কলেজের অধ্যক্ষ

এনবিটিভি ডেস্ক, মালদা: পশ্চাদপদ গ্রাম হিসাবে সরকারি খাতায় নথিবদ্ধ রয়েছে গ্রাম মারুপুর । রাস্তাঘাট, শিক্ষা, জন-স্বাস্থ্য, যোগাযোগ, আর্থিক অবস্থা সবদিক মিলিয়ে এই গ্রামটি রয়েছে পশ্চাৎপদতার তালিকায় উল্লেখযোগ্য। কালিয়াচক ১নং ব্লকের অন্তর্গত আলিপুর ২নং গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এই গ্রামটি। মালদা শহর হয়ে কলকাতাগামী ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে কালিয়াচকের বালিয়াডাঙ্গা থেকে পূর্ব দিকে শেরশাহী গ্রাম। শের শাহী গ্রামের দক্ষিণ দিকে অবস্থিত এই প্রত্যন্ত গ্রাম মারুপুর।

কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবুর রহমান এর উদ্যোগে কলেজ এই গ্রামের উন্নয়নের জন্য এটিকে দত্তক গ্রহণ করার ব্যবস্থা নেন। এই কলেজের এন সি সি মারুপুরের দক্ষিণ অংশ এবং এন এস এস এই গ্রামের উত্তর অংশ উন্নয়নের জন্য সার্ভে করেন। সমাজের সর্ব শ্রেণীর মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ড. এন রহমান ছাড়াও এনসিসির ১১ নম্বর ব্যাটালিয়নের জেনারেল সুবেদার চাঁদ মহম্মদ, এনসিসির দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মুজতবা জামাল, আরবি বিষয়ের বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগের প্রধান ও ইন্টার্নাল কোয়ালিটি অ্যাসুরেন্স এর কো-অর্ডিনেটর, সুব্রতকুমার দাস, এন এস এস এর প্রোগ্রাম অফিসার ইংরেজি বিভাগের সায়েম আহমেদ, এন এস এস এর দ্বিতীয় ইউনিটের প্রোগ্রাম অফিসার ও ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের গুলিস্তা বেগম, বাংলা বিভাগের অধ্যাপক ড. প্রবীর কুমার পাল ও জিয়াউল হক, আরবি বিভাগের আনোয়ারুল ইসলাম , শরীর শিক্ষা বিভাগের আমজাদ আলী, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিরুল ইসলাম স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য স্থানীয় সমাজের সরদার ,রাইসা মিশনের শিক্ষক ও শিক্ষিকা বর্গগণ ।

উদ্বোধনী ভাষনে কলেজের অধ্যক্ষ ড. নজিবর রহমান সকল ছাত্র-ছাত্রী, এনসিসি ক্যাডেট ও এন এস এস এর ভলেন্টিয়ার দের সক্রিয়ভাবে সামাজিক এবং জাতীয় দায়িত্ব পালনের স্বার্থে উন্নয়নের কাজে আত্মনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করেন, সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের‌ও সহযোগিতার আশা করেন। সিদ্ধান্ত গৃহীত হয় নিরক্ষর লোকদের জন্য এই গ্রামে একটি নাইট স্কুল পরিচালনা করবে কালিয়াচক কলেজ। সকলে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান, পরবর্তী পদক্ষেপ গৃহীত হবে সার্ভে সম্পন্ন হওয়ার পরে। এনসিসির জেনারেল সুবেদার চাঁদ মোহাম্মদ জাতীয় সংহতি জাতীয় সেবার কাজে এনসিসির দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেন। গ্রামটির উন্নয়নের জন্য বিভিন্ন স্তরে যোগাযোগ করবেন বলেও আশ্বাস প্রদান করেন তিনি।

Hot this week

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

মুম্বাইয়ের ভিলে পার্লের জৈন মন্দির ভাঙা ঘিরে বিতর্ক, রাস্তায় নেমে নীরব প্রতিবাদে হাজারো মানুষ

মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় অবস্থিত প্রায় ৯০ বছরের প্রাচীন...

অবশেষে আইনি মতামত নিয়ে রাজ্যকে যোগ্য অযোগ্য তালিকা পাঠাচ্ছে এসএসসি

ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। মানববন্ধন করে এসএসসি...

বামেদের ব্রিগেড ‘ফ্লপ শো’ বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

গত রোববার ছুটির দিনে বামেদের ডাকে আয়োজিত হলো বিশাল...

Topics

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

অবশেষে আইনি মতামত নিয়ে রাজ্যকে যোগ্য অযোগ্য তালিকা পাঠাচ্ছে এসএসসি

ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। মানববন্ধন করে এসএসসি...

বামেদের ব্রিগেড ‘ফ্লপ শো’ বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

গত রোববার ছুটির দিনে বামেদের ডাকে আয়োজিত হলো বিশাল...

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

Related Articles

Popular Categories