
নিউটাউনে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রীর ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের নিথর দেহ। মঙ্গলবার সকালে বছর ২৭-এর প্রীতমকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মৃতদেহ পাঠানো হয় আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য। সেখান থেকে প্রাপ্ত প্রাথমিক রিপোর্টে জানা গেছে, তার মৃত্যুতে কোনও অপরাধমূলক ঘটনার প্রমাণ মেলেনি। চিকিৎসকদের মতে, প্রীতমের মৃত্যু হয়েছে অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিসে। এটি অগ্ন্যাশয়ের একধরনের মারাত্মক প্রদাহ, যেখানে ভিতরে রক্তক্ষরণ শুরু হয়। এতে মৃত্যুও হতে পারে।
ময়নাতদন্তে আরও জানা যায়, প্রীতমের হার্ট, লিভার ও কিডনির আকার স্বাভাবিকের থেকে বড় ছিল। উচ্চ রক্তচাপের কারণে এমনটা হতে পারে বলে মত চিকিৎসকদের। তাদের অনুমান, অগ্ন্যাশয়ের প্রদাহের জেরে ভিতরে রক্তক্ষরণ হয় এবং সেটিই তার মৃত্যুর কারণ।
মৃত্যুর সময় পরিবারের কেউ প্রীতমের সঙ্গে ছিলেন না। সন্ধ্যায় নিমতলা মহাশ্মশানে প্রীতমের শেষকৃত্য হয়। এই মৃত্যুকে ঘিরে প্রথমে আত্মহত্যার আশঙ্কা থাকলেও, ময়নাতদন্তের রিপোর্টে তা নাকচ হয়ে গেছে। এখন পরিবারের সদস্যরা এবং চিকিৎসকরা মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে আরও বিশদ তদন্তের অপেক্ষায়।