এনবিটিভি ডেস্ক: কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে আইসা ও সিপিআই-এমএল যৌথভাবে উদ্যোগে আজ ধর্মতলা রিলায়েন্স ট্রেন্ডস ও জিয়ো স্টোরের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। নতুন কৃষি আইন ব্যবস্থা আম্বানী দের নিজেদের লাভের জন্য করা হয়েছে। যেখানে কৃষকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে অথচ সেখানে রিলায়েন্স দের ধনবান করার চেষ্টা করছেন মোদি সরকার। এর প্রতিবাদে রিলায়েন্স জিয়ো ও রিলায়েন্স ট্রেন্ডস এর সামনে বিক্ষোভ করা হয়েছে। সেই সঙ্গে মোদির কুশপুতুল পোড়ানো হয়েছে।
পাশাপাশি এই কর্মসূচি উপলক্ষে কলকাতাসহ রাজ্য জুড়ে এই প্রতিবাদ চলছে। বিক্ষোভ কর্মসূচিতে বহু মানুষ অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান দেন।