নিউজ ডেস্ক : আলেক্সেই নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল রাশিয়া। যখন মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে গোটা রাশিয়া তখন সেই ঠান্ডা কে উপেক্ষা করে মস্কোর রাস্তায় দেখা গেল হাজার হাজার বিক্ষোভকারীদের। পুলিশ এলে তাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের।
শনিবার বিরোধী নেতা এবং সমাজসেবী অ্যালেক্সেই নেভালনির মুক্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে মস্কোসহ রাশিয়ার ১০০ টি শহর। মস্কোর পুস্কিন স্কোয়ারে চলছিল প্রবল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পাল্টা লাঠিচার্জ করে। জোরপূর্বক গাড়ীতে তোলা হয় অনেক বিক্ষোভকারীদের। ঘটনাচক্রে গ্রেফতার করা হয় নাভালনির স্ত্রী ইউলিয়াকেও। প্রশাসন সূত্রের খবর, প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
এক বিক্ষোভকারীর কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট পুতিনের উপর ক্ষোভ উগরে তিনি বলেন, ‘পরিস্থিতি খারাপ থেকে অতি খারাপের পর্যায়ে পৌঁছেছে। দেশে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে এমন চলতেই থাকবে।’