জৈদুল সেখ, মুর্শিদাবাদ, এনবিটিভিঃ মঙ্গলবার লালবাগ আস্তাবল মোড়ে রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল সাড়ে দশটা থেকে নসিপুর আজিমগঞ্জ রেলওয়ে ব্রিজ চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে সম্পাদক আমিনুর রহমান সরকার জানান, “পৌর ভোটের কারণে রেল রোকো আন্দোলন থেকে আমরা পিছিয়ে এসেছি কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে আমরা রেল অবরোধ করব।”
তিনি আরো বলেন,” রেলের নসিপুর ব্রিজের ব্যাপারে রেল দপ্তরের যে কুম্ভকর্ণের ঘুম দিচ্ছে, সেটি অবিলম্বে ভাঙ্গিয়ে নসিপুর রেল ব্রিজ যত তাড়াতাড়ি সম্ভব চালু করতে হবে নচেৎ আমাদের আন্দোলন আরও বৃহত্তর এর পথে যাবে “বলে তিনি জানান।