এনবিটিভি ডেস্ক: CRSDF সমাজের বিভিন্ন ব্যাধি ও অপরাধ গুলি প্ৰচার অভিযানের মধ্য দিয়ে বন্ধ করার প্রয়াস চালাচ্ছে।দূর্যোগের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ও পাচার , বাল্য বিবাহ , শিশু শ্রমিক ও স্কুল ছুট বন্ধ করার জন্য কাজ করে চলেছে।
শিশুদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা ও দক্ষতা বৃদ্ধির কাজ করে চলেছে। আজ রাখি বন্ধনের উৎসবে সামিল হয়েছে অগণিত মানুষকে নিয়ে তিনটি ব্লকে ক্যানিং 1ও 2 এবং বাসন্তি। ক্যানিং মহিলা পুলিশ স্টেশন ও CRSDF এর যৌথ উদ্যোগে সারাদিন ব্যাপি কিশোর কিশোরী গুরুপের সদ্স্যও সদস্যাদের নিয়ে পথশিশু, প্রতিবন্ধী, পাচারের শিকার হওয়া মহিলা , রিষ্কা চালক , দিনমজুর দের সম্মান জানান রাখি পরিয়ে ক্যানিং মহিলা থানার অফিসার ও O.C তনুশ্রী মন্ডল ও CRSDF এর ভলেন্টিয়ার।
এই একই সঙ্গে করোনা কালীন স্বাস্থ্যবিধি নিয়ে ও প্রচার চালান মানুষদের মধ্যে। মুখে মাক্স পরে সামাজিক দূরত্ব বজায় রাখা হ্যাণ্ডস্যনিটাইজার করার কথা। তনুশ্রী মন্ডল ও. সি. ক্যানিং মহিলা পুলিশ মূল্যবান মতামত নিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। CRSDF প্রতিনিধি পাপিয়া সেখ বলেন সবার সম্মান ও নিরাপত্তা সুনিশ্চিত হোক এই লক্ষ্যে ও আগামী দিনের সবাই বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম যেন সুস্থ থাকুক। crsdf এর প্রতিনিধি, জাফর গায়েন ও ক্যানিং মহিলা থানার অন্যান্য পুলিশ কর্মীর পরিচালনায় সবাই কে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দিনের সমাপ্তি ঘোষণা হয়।