
জঙ্গিদের আক্রমণকে প্রতিহত করতে গিয়ে শহীদ হলেন ৬ প্যারা এসএফ হাবিলদার ঝন্টু আলি শেখ। তার অদম্য সাহস ও বিরত্বকে চিরকাল স্মরণে রাখা হবে। এনবিটিভি এই মৃত্যুর জন্য গভীরভাবে শোকাহত। জানা যাচ্ছে, নদীয়া জেলার পাথর ঘাটা গ্রামের তেহট্টে থানার ছিলেন শহীদ হাবিলদার ঝন্টু আলি শেখ। এনবিটিভি-র চ্যানেলের পক্ষ থেকে হাবিলদার ঝন্টু আলি শেখের পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।
এই মৃত্যু কোন সাধারন মৃত্যু নয়, এ এক শাহাদাত। ভারতীয় শহীদদের আত্মত্যাগের তালিকায় চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে হাবিলদার ঝন্টু আলি শেখের নাম। পশ্চিমবঙ্গ তথা ভারতের সুযোগ্য সন্তান ঝন্টু আলি শেখ। জাতি বৈষম্যের ঊর্ধ্বে উঠে আজ প্রত্যেক ভারতীয় এই বীর সেনার প্রতি শোকাহত।