নিউজ ডেস্ক : দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ বিমানবন্দরের যেটুকু মালিকানা আছে তাও বিক্রি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই বিমানবন্দর গুলোর মালিকানার বেশিরভাগ শেয়ার বিক্রি করে দিয়েছে মোদী সরকার। শুধু এই চারটি নয়, ২০২১-২২ অর্থবর্ষে আরও ১৩টি বিমানবন্দরকে বেসরকারি সংস্থাগুলোর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার। চারটি এয়ারপোর্টে এএআই-এর কতটা ইকুইটি শেয়ার রয়েছে তা দেখে সম্মতি দেবে কেন্দ্রীয় অসয়ামরিক বিমান পরিষেবা মন্ত্রক। খুব শিগগিরই বিষয়টি ক্যাবিনেটের আলোচ্য হয়ে উঠবে।
সূত্র বলছে, যে ১৩টি বেসরকারিকরণের পরিকল্পনা রয়েছে সেগুলি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সেগুলোর বিক্রির জন্য আকর্ষণীয় প্যাকেজ তৈরি হবে।
বিমানবন্দরগুলোর বেসরকারিকরণের প্রথম ধাপে ব্যাপক সুবিধা করে নিয়েছে আদানি গ্রুপ। লখনউ, আমেদাবাদ, জয়পুর, ম্যাঙ্গালুরু, থিরুবনন্তপুরম এবং গুয়াহাটি, মোট ছটায় চুক্তি করে ফেলেছে তারা। এই মুহূর্তে দেশের ১০০টিরও বেশি এয়ারপোর্টে মালিকানা আছে এএআই-এর।
মুম্বই এয়ারপোর্টে আদানির মালিকানা ৭৪ শতাংশ। বাকি ২৬ শতাংশ এএআই-এর। দিল্লিতে জিএমআর গ্রুপের স্বত্ব ৫৪ শতাংশ, ২৬ এয়ারপোর্ট অথরিটির। একই পরিমাণ মালিকানা রয়েছে হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতেও। এ বছরের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, পরিকাঠামো গড়তে জন্য গণ পরিকাঠামো সম্পত্তি বিক্রি করে অর্থ যোগান করা হবে।