পঞ্চায়েত নির্বাচন: গণনার পরও ১৫টি বুথে ফের নির্বাচনের নির্দেশ কমিশনের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথে গণনার দিন ব্যালট চুরির অভিযোগ ওঠায় ভোট গণনার পরও ১৫টি বুথে ফের নির্বাচনের নির্দেশ দিল রাজীবা সিনহার কমিশন।

উল্লেখ্য, অভিযোগ অনুযায়ী, স্থানীয় বিধায়ক প্রিয়া পালের নেতৃত্বে ওই ১৫টি বুথের ব্যালট পেপার চুরি করা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে কমিশন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে রিপোর্ট চায় এবং পাওয়ার পরই ওই বুথগুলিতে গোটা নির্বাচনকে কার্যত বাতিল বলে ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে। ওই বুথগুলিতে পুনরায় নির্বাচন হবে।

Latest articles

Related articles