
আজ সকালে স্বরূপনগরে ঘটে গেল মর্মান্তিক হত্যাকাণ্ড। স্বরূপনগ ব্লকের দত্তপাড়া উচুপোলের কাছের স্থানীয় বাসিন্দারা দাবি করছে, আচমকা গুলির আওয়াজ শুনতে পায় তারা। গুলির আওয়াজ শোনা মাত্রই, চাঞ্চল্যতা ছড়ায় সমগ্র এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসা মাত্রই দেখতে পান এলাকার এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। ঘটনার জেরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, মৃত ব্যক্তি স্বরূপনগরের তারালি এলাকার বাসিন্দা, নাম ইসারুল গাজী।

তবে এই চাঞ্চল্যকর হত্যার পেছনে ঠিক কি কারণ, তা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, আজ সকালে পাঁচ থেকে ছয় জন অপরিচিত যুবক গ্রামে প্রবেশ করে। এই ৫-৬ জন যুবককে কথাও বলতে দেখা যায় ইসারুল গাজীর সঙ্গে। তারপরেই সকলের অগোচরে ঘটে এমন মর্মান্তিক ঘটনা। ব্যবসায়িক জেরে এমন খুন, নাকি পেছনে লুকিয়ে রয়েছে কোন গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? উঠছে প্রশ্ন।