আবাসনের দাবীতে বিক্ষোভ অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীদের বিক্ষোভ দুর্গাপুরে

কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী সময় দিয়েও দেখা করেননি, প্রতিবাদে ইস্পাত মন্ত্রী দুর্গাপুর ছাড়ার মুহূর্তে তার যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আবাসনের দাবীতে তুমুল বিক্ষোভ অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীদের।
দুর্গাপুরের ইস্পাত শিল্প খতিয়ে দেখতে দুর্গাপুরে এসেছিলেন ইস্পাত মন্ত্রী রামপ্রসাদ সিং। দেশের স্টিল উৎপাদনে সেল এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শুক্রবার দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে সরকারের এই ভাবনার কথা জানালেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামপ্রসাদ সিং। বৃহস্পতিবার দুর্গাপুরে এ.এস.পি কারখানা ঘুরে দেখেন, শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানা পরিদর্শনের পর বার্নপুর ইস্কো কারখানা পরিদর্শনে যান কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী। শুক্রবার দুর্গাপুর হাউসে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামপ্রসাদ সিং জানান, দেশে ৩০০ মিলিয়ন ইস্পাত উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে, যেখানে সেলের অবদানের লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে পঞ্চাশ শতাংশ। দেশের ইস্পাত মন্ত্রী রামপ্রসাদ সিং জানান, বেসরকারীকরন মানেই খারাপ নয়, অনেক ক্ষেত্রে এই বেসরকারীকরন বিপ্লব এনেছে উদাহরণ স্বরূপ ডিজিটাল ইন্ডিয়াকে তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবার কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী দুর্গাপুর ছাড়ার মুহূর্তে এপয়েন্টমেন্ট দিয়েও দেখা না করে চলে যাওয়ার প্রতিবাদে তার যাওয়ার রাস্তার ওপর দাঁড়িয়ে তুমুল বিক্ষোভ দেখায় অবসরপ্রাপ্ত দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীরা। আবাসনের লাইসেন্স দিতে হবে, দীর্ঘ টালবাহানা শুরু হয়েছে এই ক্ষেত্রে এমন অভিযোগ তুলে সরব হন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন সময় দেওয়া সত্ত্বেও কেন মন্ত্রী দেখা না করে চলে গেলেন, চলে রাস্তার ওপর স্লোগান, পুলিশ ও সি আই এস এফ কোনোক্রমে পরিস্থিতি সামাল দেয়।দাবী না মিটলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীরা।

Latest articles

Related articles