
বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। বিধানসভায় পেশ করা স্বরাষ্ট্র দফতরের রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে প্রতিদিন গড়ে ২০টি ধর্ষণের অভিযোগ জমা পড়ছে এবং গত পাঁচ বছরে ধর্ষণের অভিযোগে ১৯% বৃদ্ধি দেখা গিয়েছে। বিশেষত আদিবাসী অধ্যুষিত এলাকায় ধর্ষণের ঘটনা বেশি ঘটছে। তফসিলি জাতির মধ্যে ধর্ষণের অভিযোগ ১০%, তফসিলি উপজাতির মধ্যে ২৬%, এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মধ্যে ২০% বেড়েছে।

এছাড়া, তফসিলি জাতি ও জনজাতির নারীদের উপর নির্যাতনের মামলা বেড়েছে। ২০২৪ সালে তাদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা ২৩% এবং ২২% বৃদ্ধি পেয়েছে। তবে, পুলিশ সদর দফতর জানিয়েছে এই ধরনের মামলার সংখ্যা অনেক কম, যেখানে আসল সংখ্যা প্রায় ৩৮৩১টি বলে দাবি করা হচ্ছে। কিন্তু, তাদের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এ সংখ্যা মাত্র ৮৮৩টি বলে জানানো হয়েছে।

কংগ্রেস এই পরিস্থিতির সমালোচনা করে দাবি করেছে যে, সরকার প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করছে। তাদের মতে, সরকারের দেওয়া তথ্য সঠিক নয় এবং নারী নির্যাতনের ঘটনা আসলে অনেক বেশি। মধ্যপ্রদেশে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং এই বিষয়ে আরও তদন্ত ও ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা দরকার বলে জানানো হয়েছে।