ট্রেনে পাচারের পথে ১৭ জন কিশোরকে উদ্ধার আর পি এফ এর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

REPRESENTATIVE IMAGE
REPRESENTATIVE IMAGE

দেশে অহরহ ঘটছে শিশু পাচার কাজ। কখনও বয়েস বাড়িয়ে তৈরি করানো হচ্ছে ভুয়ো আধার কার্ড।

কখনও আবার কখনও আবার বাচ্চাদের দলে যুক্ত করা হচ্ছে দু’-তিন জন ভুয়ো বাবা-মাকে আবার কখনও বাচ্চাদেরই পরিবারের কাউকে।

এই মুহূর্তে দেশ জুড়ে এমন ভাবেই নাবালক-নাবালিকা পাচার চলছে বলে সূত্রের খবর।গত মঙ্গলবার এমনই একটা কল আসে আরপিএফ দের কাছে।

মঙ্গলবার ভোরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে খবর পেয়ে এমনই একটি পাচারের ছক বানচাল করেছে আরপিএফ।তাদের পাতা ফাঁদে পা দেয় পাচারকারী কয়েকজন।উদ্ধার করা হয় ১৭ জন কিশোরকে।


সংবাদ সংস্থা সূত্রে খবর,উদ্ধার করা শিশু গুলোর বয়েস ১২ থেকে ১৭-র মধ্যে।


স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে রেলরক্ষী বাহিনীর কাছে খবর আসার পর বিষয়টি খতিয়ে দেখে নড়ে চরে বসে আরপিএফ।তারপর ফাঁদ পাতে।পাতা ফাঁদে পা দিয়েই বানচাল করে তাদের পাচারের পরিকল্পনা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর