Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

তীব্র দাবদাহে পথচলতি মানুষের জন্য মসজিদ খুলে রাখার সিদ্ধান্ত ব্রিটেনের মসজিদ কর্তৃপক্ষের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

portrait-home-5-512x1024

তীব্র দাবদাহ চলছে ব্রিটেনে। এই পরিস্থিতিতে মানবিক হলেন ব্রিটেনের মসজিদ কর্তৃপক্ষ। তীব্র দাবদাহে নাভিশ্বাস সাধারণ মানুষের। এই পরিস্থিতি থেকে কিছুটা বাঁচতে সব ধর্মের মানুষের জন্য মসজিদ খুলে দেওয়ার ঘোষণা করেছে উত্তর-পশ্চিম ব্রিটেনের কয়েকটি মসজিদ।


মসজিদ কর্তৃপক্ষর কথাঅনুযায়ী, এতে আশ্রয়হীন মানুষদের সঙ্গে সঙ্গে পথিকরাও গরমের তীব্রতা থেকে আত্মরক্ষার সুযোগ পাবেন।


এই উদ্যোগের মাধ্যমে এক সম্প্রীতির বার্তাও দিল মসজিদগুলি।


চলতি সপ্তাহে উচ্চ তাপমাত্রার কারণে ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা বিভাগ রেড অ্যালার্ট জারি করেছিল।
উল্লেখ্য, যেসব মসজিদ সাধারণ মানুষের জন্য দরজা খুলে দেওয়ার ঘোষণা করেছে তাদের মধ্যে অন্যতম একটি হল ম্যানচেস্টারের লংসাইটে অবস্থিত মক্কি মসজিদ।

সাধারণত মসজিদটি দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার ঘোষণা করা হয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত মসজিদে আশ্রয় গ্রহণকারীদের জন্য ঠান্ডা জলেরও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই সংবাদ সংস্থা সূত্রে খবর। মসজিদ কর্তৃপক্ষ সূত্রে খবর, ‘এটাকে আমরা দায়িত্বপালন হিসেবে দেখি। ইসলাম প্রতিবেশীদের পাশে থাকার কথা বলেছে,বিশেষত কঠিন সময়ে। ‘

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর