এনবিটিভি, ওয়েব ডেস্ক: এবার ভারতকে নাকি আর কম দামে তেল দিতে চাইছেনা রাশিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় শোধনাগারগুলি বিপুল পরিমাণে রুশ তেল কিনছে। তবে শর্ত হচ্ছে, সেই পণ্য পৌঁছে দিতে হবে বিক্রেতাকে। অর্থাৎ বিমা ও পরিবহণের খরচ ব্যবস্থাও করতে হবে তাদের। এবার এই ব্যবস্থায় নাকি আপত্তি জানাচ্ছে রুশ সংস্থাগুলি।
রুশ তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলার বেঁধে দিয়েছে জি-৭ দেশগুলি। নিষেধাজ্ঞা এড়াতে সেই অঙ্ক থেকে ১ বা ৩ ডলার কম দামে তেল বিক্রি করছে রাশিয়ার সংস্থাগুলি। তবে বাল্টিক বা কৃষ্ণসাগরের বন্দরগুলি থেকে পরিবহণ খরচ হিসেবে ব্যারেল প্রতি ১১ থেকে ১৯ ডলার করে নিচ্ছে তারা। যা সাধারণের চেয়ে প্রায় দ্বিগুণ।