
পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা ছাড় স্কিম (এসভিইএস) বাতিল করা হয়েছে। পূর্বে জারি করা সকল সার্ক ভিসা রদ করা হয়েছে এবং এসব ভিসাধারীদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ। সার্ক ভিসার আওতায় সংসদ সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী ও ক্রীড়াবিদরা ভিসামুক্ত ভ্রমণ করতে পারতেন।