করোনা আক্রান্ত হয়ে নিজেই করেছিলেন ট্যুইট শচীন তেন্ডুলকর। এবার অবস্থার অবনতি হওয়ায় এবং চিকিৎসকের নজরদারীতে রাখার জন্য তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। সে খবরও নিজেই জানিয়েছেন ট্যুইট করে।এমন একটি দিনে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন তিনি, দশ বছর আগে যেদিন শ্রীলঙ্কাকে হারিয়ে পৃথিবীর ক্রিকেট যুদ্ধে জিতেছিল ভারত। সচীন নিজের হসপিটালে ভর্তির কথা ট্যুইটে লেখার সাথে সাথে এই দিনের শুভেচ্ছাও জানিয়েছেন।