সাইফুল্লা লস্কর : এবার তাজমহলে তাণ্ডব গেরুয়া উগ্রবাদীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে তাজমহল চত্বরে ৩ জন ব্যক্তি গেরুয়া পতাকা উত্তোলনের প্রচেষ্টা করছেন এবং চতুর্থ ভিডিও তা রেকর্ড করছেন। ঘটনায় ৪ জনকেই গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের তেজগঞ্জ থানার পুলিশ। তাদের বিরুদ্ধে দুটি ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে শত্রুতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
ওই চার ব্যক্তি হিন্দু জাগরণ সংস্থা নামক এক হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য বলে জানানো হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। গ্রেফতার হওয়া চার ব্যক্তি হলেন গৌরব ঠাকুর, সনু বাঘেল, বিশেষ কুমার এবং ঋষি লাভানিয়া। এদের মধ্যে গৌরব ঠাকুর সংস্থাটির সভাপতি বলে জানা গেছে। ঘটনার পরপরই তাজমহল চত্বরে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিআইএসএফ এর তাজমহল চত্বরের দায়িত্বে থাকা নির্দেশক রাহুল যাদব জানিয়েছেন এই ব্যক্তি গুলো গত বছর একই ঘটনার সঙ্গে অভিযুক্ত ছিল।