এনবিটিভি ডেস্কঃ আজও জামিন পাচ্ছেন না মাদক-কাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খান। সোমবার মুম্বই সেশন কোর্টে আরিয়ানের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে। গত বৃহস্পতিবার শাহরুখ-পুত্রকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল সেশন কোর্ট। এর পর থেকে আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান।
শুক্রবার আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন মানশিণ্ডে। কিন্তু তা খারিজ করে দেয় আদালত। আজ সোমবার ফের আরিয়ানের জামিনের আবেদন করা হয়। কিন্তু এদিন শুনানি পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী শুনানি হবে বুধবার।