হেরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ

সামসেরগঞ্জ,আজফারুল ইসলাম: হেরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে সামসেরগঞ্জ থানার পাকুর রোড সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধৃতদের নাম মৃনাল নাথ(৩১) ও নিরোজ কুমার(১৯)। মৃণালের বাড়ি জলপাইগুড়ি জেলা এবং নিরোজ কুমারের বাড়ি নাগাল্যান্ড। মঙ্গলবারই ধৃতদের বহরমপুর আদালতে পাঠায় পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ৫৪৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

Latest articles

Related articles