Tuesday, March 4, 2025
32 C
Kolkata

ফের উত্তপ্ত সন্দেশখালি ! শেখ শাহজাহান ঘনিষ্ঠ, হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো তৃণমূলেরই একাংশ

তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে জিতছে কে? সাম্প্রতিক ঘটনাগুলোকে দেখে সর্বপ্রথম মনে এই প্রশ্নই জাগে। ফের কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালি। বেড়মজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস দলের একাংশ। এই হাজি সিদ্দিক মোল্লা শাজাহান ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। সরকারি অফিসাররা দুর্নীতি তদন্ত করতে আসলে, পঞ্চায়েত অফিসের বৈঠক থেকে তাদের হাত-পা কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে।  এই ঘটনার অভিযোগে তার বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দায়ের হয়।

এছাড়াও, শেখ শাহজাহান ঘনিষ্ঠ  বেড়মজুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে আরো কিছু চাঞ্চল্যকর অভিযোগ সামনে উঠে আসছে। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজি করেন হাজি সিদ্দিক মোল্লা। এও জানা যাচ্ছে, পার্টি অফিস উদ্বোধনের সময়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতা মন্ত্রীদের নাম দিয়ে ভুয়ো আমন্ত্রণপত্র ছাপিয়েছিলেন এই ব্যক্তি। এই ধরনের আরো বেশ কিছু গুরুতর অভিযোগ সামনে রেখে থানায় অভিযোগ দায়ের করে খোদ তৃণমূলের ব্লক সভাপতি।

সন্দেশখালি দুই নম্বর ব্লকের অন্তর্গত  বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগেকে সামনে রেখে সন্দেশখালির বেড়মজুর এলাকায় প্রতিবাদ মিছিল করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কর্মীরা।

Hot this week

“রক্ত দেবো, কিন্তু দেশ ছাড়বো না”রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব দেউচা পাঁচামির  আদিবাসীরা

এ যেন রাষ্ট্রের বিরুদ্ধে আপসবিহীন লড়াইয়ের অঙ্গীকার। নিজেদের অধিকারবোধ...

আর্থিক তছরুপে গ্রেপ্তার, বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন ২ প্রধান সহ জেনারেল সেক্রেটারি 

আবারো আর্থিক তছরুপে নাম জড়ালো তৃণমূল নেতার। মুর্শিদাবাদের, সুতি...

Topics

“রক্ত দেবো, কিন্তু দেশ ছাড়বো না”রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদে সরব দেউচা পাঁচামির  আদিবাসীরা

এ যেন রাষ্ট্রের বিরুদ্ধে আপসবিহীন লড়াইয়ের অঙ্গীকার। নিজেদের অধিকারবোধ...

আর্থিক তছরুপে গ্রেপ্তার, বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন ২ প্রধান সহ জেনারেল সেক্রেটারি 

আবারো আর্থিক তছরুপে নাম জড়ালো তৃণমূল নেতার। মুর্শিদাবাদের, সুতি...

রোজার প্রচলন রয়েছে, হিন্দু এবং খ্রিস্টধর্মীও জানেন কি?

গত শনিবার থেকে শুরু হয়েছে রোজা। রোজার নিয়ম অনুযায়ী...

Related Articles

Popular Categories