
সৌদি আরব কাশ্মীরের পাহেলগাঁওয়ে ঘটা জঙ্গী হামলাকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সশস্ত্র আক্রমণকারীরা একদল পর্যটকের ওপর গুলি চালালে অন্তত ২৬ জন নিহত ও এক ডজনের বেশি আহত হন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই হামলাকে “জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড” আখ্যা দিয়ে শোক প্রকাশ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।