বাঁকুড়ার জলমগ্ন অবস্থা পরিদর্শনে সায়ন্তিকা ব্যানার্জী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

n303990260c94fd4b915e62593f09cde402e53ee3d4b7ae3fb7763773d8c78ff848a4614a0

বাঁকুড়াঃ-লাগাতার বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক প্লাবিত। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত এই অতি বৃষ্টির কারণে চরম ক্ষতির মুখে পড়েছে।

বাঁকুড়ায় এই অতি বৃষ্টির ফলে নদীর জল বেড়ে গিয়ে কয়েক টি জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে।

অতি বৃষ্টির ফলে মানুষের বাসস্থানের সাথে সাথে ব্যপক ক্ষতির মুখে পড়েছে চাষীরা।

বিঘার পর বিঘা জমির ফসল বৃষ্টির ফলে জলের নিচে চলে গেছে।

সেই অবস্থা পরিদর্শনে সোনা মুখী ব্লকে এলেন 02.08.21 তারিখ তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা ব্যানার্জী, তালডাং রার প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্ত্তী, জেলা সভাপতি শ্যামল সাঁতরা এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব গণ।

তৃণমূল নেতৃত্ব সরাসরি চাষীদের এই ব্যাপক ক্ষতির জন্য বিরোধী দলের বিধায়ক, সাংসদদের দায়ী করেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর