এনবিটিভি, ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের পুনে জেলার ডিওয়াই পাটিল হাই স্কুলে, পড়ুয়াদের খ্রিস্টান প্রার্থনা সংগীত গাইতে বাধ্য করার অভিযোগে, প্রিন্সপালকে বেধড়ক মার হিন্দুত্ববাদীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ফুটেজে দেখা গেছে অর্ধনগ্ন প্রিন্সিপাল প্রাণ বাঁচাতে ছুটে পালাচ্ছেন এবং ‘হর হর মহাদেব’ স্লোগান দিচ্ছেন উন্মত্ত হিন্দুত্ববাদীরা। এছাড়াও স্কুলের পুরুষ এবং মহিলা শৌচালয়ের মাঝের প্যাসেজের সিসিটিভি ফুটেজ নিয়েও আপত্তি করে তারা।
স্থানীয় থানার পুলিশ আধিকারক রঞ্জিত সাওয়ান্ত বলেন, “যে প্রার্থনা সংগীত নিয়ে অভিযোগ করা হচ্ছে, সেটি দীর্ঘদিন ধরে স্কুল শুরুর সময় গেয়ে থাকে পড়ুয়ারা। অভিভাবকরাও জানিয়েছেন, শ্লোকটি বাইবেলের অংশ হলেও তাতে আপত্তিকর কিছুই নেই। সিসিটিভি প্যাসেজের বাইরে লাগানো হয়েছে। স্কুলের তরফে এখনও পর্যন্ত অভিযোগ করা হয়নি। যাঁরা প্রিন্সিপালকে হেনস্তা করেছেন তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।”