নিউজ ডেস্ক : গতকাল ঘোষিত হওয়া রাজস্থানের পৌর নির্বাচনে ৯ টি আসনে প্রার্থী দিয়ে ৫ আসনে জয়লাভ করে রীতিমতো চমক সৃষ্টি করলো পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজনৈতিক শাখা এস ডি পি আই। ২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটিকে প্রথম কোন রাজ্যে নির্বাচনে এমন সাফল্য লাভ করতে দেখা গেল।
সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে রাজস্থানের বরান জেলায় মোট ৯ টি পৌর আসনে প্রার্থী দেয়া হয়েছিল যার মধ্যে পাঁচটি আসনে জয়লাভ করেছে তারা। এই পৌর নির্বাচনে সর্বাধিক ৬১৯ টি আসন লাভ করেছে কংগ্রেস, নির্দল প্রার্থীরা জয়লাভ করেছে ৫৯৬ টি আসনে যেখানে বিজেপি পেয়েছে ৫৪৮ টি আসন।
সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন নেতাদের অফিসে এবং বাড়িতে বিডি অফিসারদের পাঠিয়ে তাদেরকে চাপে ফেলার চেষ্টা করছে। ঠিক এমন সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে তাদের এই সাফল্য লাভ সংগঠনকে আর উজ্জীবিত করবে এটাই আশা করছেন দলের নেতাকর্মীরা।