নিউজ ডেস্ক : ডোমকলে PFI নেতার ওপর আক্রমণের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সংবাদ বিবৃতি জারি করল SDPI । বিবৃতিতে PFI এর ডোমকল মহকুমা সভাপতি হাকিকুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন হাওড়া জেলা SDPI এর সভাপতি বদরুল শেখ। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নির্বাচনের পূর্বে রাজ্যে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে বিবৃতিতে। তৃণমূল নেতা এবং রানীনগর পঞ্চায়েত সমিতির প্রধান শাহ আলমের নেতৃত্বে হকিকুল ইসলামের ওপর লাঠি বাড়ি নিয়ে আক্রমণ চালানো হয়েছে অভিযোগ বদরুল ইসলামের।
উল্লেখ্য সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে সংগঠিত হওয়া নির্বাচন গুলিতে ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে PFI। কর্ণাটক, পাঞ্জাব থেকে রাজস্থান এমনকি গুজরাটে ও স্থানীয় সরকার নির্বাচন গুলোতে তারা উল্লেখযোগ্য রাজনৈতিক গ্রহনযোগ্যতার প্রমাণ রেখেছে।