হাসান বাসির, বহরমপুরঃ বহরমপুরে রবীন্দ্র সদনে ইমাজিন কমিউনিটি মিডিয়া এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক জার্নালিস্ট অ্যাসোসিয়েনের উদ্যোগে “ভারতে সাংবাদিকতা এক বিপজ্জনক পেশা” শীর্ষক এই বিষয়ে স্মারক বক্তৃতা, সম্মামনা জ্ঞাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পত্রিকা প্রকাশ সহ এক বর্ণাঢ্য অনুষ্ঠান রবীন্দ্র সদনে আজ অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে স্মারক বক্তৃতা রাখেন প্রখ্যাত সাংবাদিক দেবাশিষ আইচ। পুরো অনুষ্ঠানটি ইমাজিন কমিউনিটি মিডিয়ার পক্ষ থেকে সুন্দর ভাবে উপস্থাপিত করা হয় এবং এর মাধ্যমে ইমাজিন কমিউনিটি মিডিয়ার নবরুপে নতুনসাজে পথ চলা শুরু হল।
ইমাজিন কমিউনিটি মিডিয়া এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক জার্নালিস্ট অ্যাসোসিয়েনের উদ্যোগে “ভারতে সাংবাদিকতা এক বিপজ্জনক পেশা” শীর্ষক সেমিনার বহরমপুরে
Related articles