আব্দুস সামাদ,জঙ্গিপুরঃ জঙ্গিপুর মহকুমা হাসপাতাল সংলগ্ন বাগানবাড়িতে হঠাৎ আগুন লেগে বেশ কিছু দোকান ভস্মিভূত হলো। ঘটনাটি ঘটে শুক্রবার আনুমানিক রাত্রি দশটায়। এই ধরণের ঘটনা বারংবার ঘটছে জঙ্গিপুরে শহরে। জঙ্গিপুর শহরকে সকলে বলে থাকেন জেলার অন্যতম প্রাণকেন্দ্র। এই জঙ্গিপুর থেকেই বড়ো বড়ো নেতাদের উত্থান তারপরেও কেনো এই জঙ্গিপুর এখন পর্যন্ত একটি ফায়ার ব্রিগেড পেলোনা। প্রশ্ন উঠছে সাধারণ মানুষদের মধ্যে। এই জঙ্গিপুর এখন জেলা পুলিশের স্বীকৃতি পেয়েছে। তারপরেও জঙ্গিপুরবাসী অনেক কিছু থেকেই বঞ্চিত। ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হলে অবশেষে চল্লিশ কিলোমিটার দূর থেকে আসে দুটি অগ্নিনির্বাপন ইঞ্জিন। তারপরেই নিয়ন্ত্রণে আসে ভয়াবহ আগুন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Popular Categories