নন্দীগ্রামে দলীয় কর্মীদের বাড়ি ফেরাতে গেলেন শশী পাঁজা ও কুনাল ঘোষ

এনবিটিভি, ওয়েব ডেস্ক: নন্দীগ্রামে তৃণমূলের সাফল্যের পর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ওঠে। আতঙ্কে ঘরছাড়া অনেক তৃণমূল নেতা, কর্মী। এই খবর কানে পৌঁছনো মাত্রই নন্দীগ্রামে পৌঁছান দলের মন্ত্রী শশী পাঁজা ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিরীহ দলীয় কর্মীদের ঘরে ফেরাতে এবং পরিবেশ শান্ত রাখতে এবং আশ্বাস দেন সেই দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

উল্লেখ্যনন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়ায় তৃণমূলের (TMC) নেত্রী সোনারানি হাজরাকে গাছে বেঁধে বর্বরোচিতভাবে মারধর করার পাশাপাশি বাড়ি ভাঙচুর, হুমকি দেওয়ার মতো অভিযোগ উঠেছে। বহু পুরুষ, মহিলার হাত-পা ভেঙেছে, মাথা ফেটেছে, লুটপাট হয়েছে ঘরবাড়ি। এসবের জেরে বহু তৃণমূল কর্মী ঘরছাড়া।

Latest articles

Related articles