“…রাজনৈতিক ব্যক্তিত্ব নন। রাজনীতিটা উনি কম বোঝেন।”: দিলীপ ঘোষ
রচনা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গাত্মক অভিনন্দন জানালেন দিলীপ ঘোষ।
সাধু-সন্ন্যাসী, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী সহ অগণিত সাধারণ মানুষের ভিড় জমেছে মহা কুম্ভ মেলায়। বাদ গেলেন না বিখ্যাত টলি অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়ও। ২রা ফেব্রুয়ারিতে, সরস্বতী পুজোর পূর্ণ লগ্নে, মহা কুম্ভের পূর্ণ স্নান সারলেন তিনি। পরনে ছিল গেরুয়া বসন। সূত্র মারফত জানা গেছে, এলাহাবাদ এবং বেনারসের সফর শেষ করে তিনি যাবেন দিল্লিতে।
এই মেলা শুরু হয়েছিল ১৩ ই জানুয়ারি। সাত সপ্তাহ ধরে চলা মহাকুম্ভের মহাসমারোহ শেষ হবে ২৬ শে ফেব্রুয়ারি। তবে অন্যান্য বারের তুলনায় কুম্ভ মেলা নিয়ে সাধারণ মানুষের মনে বেশি উৎসাহ দেখা যাচ্ছে। সাধুসন্ত তো রয়েছেনই, সঙ্গে তারকা সমাগমে কুম্ভ মেলা হয়ে উঠেছে চাঁদের হাট। আবার মুহুর্মুহু ঘটছে ভয়াবহ দুর্ঘটনাও।
শাহি স্নান সেরে অত্যন্ত উচ্ছ্বসিত রচনা বন্দ্যোপাধ্যায়। যে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ সমস্ত বিরোধী দলগুলি, তীর্থযাত্রীদের পদপিষ্ট হওয়ার ঘটনায় কার্যত ভৎসনা করছে যোগী সরকারকে, ঠিক এই সময় যোগী সরকারের প্রতি প্রশংসার সুর শোনা গেল রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি জানান, কুম্ভ মেলায় অতুলনীয় ব্যবস্থার কথা।
এই ঘটনা প্রসঙ্গে এন.বি.টি.ভি-কে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ জানিয়েছেন, “উনি যে পার্টিতে আছে তার সঙ্গে উনার বক্তব্য মিলছেনা। উনি যা করেছেন তার জন্য ওনাকে অভিনন্দন। এমপি হলেও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। রাজনীতিটা উনি কম বোঝেন।”