এনবিটিভি ডেক্স: জল খেয়ে অসুস্থ একাধিক মানুষ। অবাক পৌরসভার দেওয়া জল খেয়ে অসুস্থ স্থানীয়রাকরা কথা হলেও এমনি ঘটনা ঘটেছে
নদীয়ার গয়েশপুর এলাকায়।
কিছুদিন আগে নদীয়ার কল্যাণীতে বেশ কিছু জায়গায় জল খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছিল একের পর এক সাধারন মানুষ। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো এবার কল্যাণীর পার্শ্ববর্তী এলাকা গয়েশপুরে।
জানা যায়,পৌরসভার বিতরণ করা জল খেয়ে অসুস্থ একাধিক বাসিন্দা। এই নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ পৌরসভার সরবরাহ করা পানিয় কলের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছি আমরা সবাই।
এই বিষয়ে পৌরসভার আধিকারিক জানান, যতদূর খবর কল্যাণী থেকে এই জলের সমস্যার সূত্রপাত, কল্যাণীতে জলের ফিল্টার চেঞ্জ করা হচ্ছে সেটি ঠিক হয়ে গেলেই আশা করা যাচ্ছে সমস্ত সমস্যার সমাধান হবে হয়ে যাবে।