নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের প্রথম দফার সংক্রমনের তুলনায় অনেক বেশী বিপদজনক এবং ব্যাপক করোনার দ্বিতীয় সংক্রমণ। এবারের ঢেউ এ বাদ পড়ছে না কেউ। অভিনর খেলোয়াড় থেকে ডাক্তার। অভিনেতা থেকে রাজনেতা সবাই এবারের সংক্রমণে আক্রান্ত হচ্ছেন। এবার করোনায় প্রাণ গেল সীতারাম ইয়েচুরির ছেলে আশীষ ইয়েচুরির। শোক প্রকাশ করেছেন রাজনৈতিক নেতা নেত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে সমবেদনা জানিয়েছেন।
পেশায় সাংবাদিক আশিস গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বলে খবর। টুইটারে ইয়েচুরি লিখেছেন, “অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার বড় ছেলেকে হারালাম। সকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওঁর। যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ। পাশে থাকার জন্য সমস্ত ডাক্তার, নার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ।” সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন নেটিজেনরা।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী। করোনায় আক্রান্ত হয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও।