Saturday, April 5, 2025
27 C
Kolkata

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার কর্তৃক রবিবার আয়োজিত ইফতার পার্টি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন কয়েকটি মুসলিম সংগঠন।

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার কর্তৃক রবিবার আয়োজিত ইফতার পার্টি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন কয়েকটি মুসলিম সংগঠন। ইমারত-এ-শরিয়াহ প্রধান এক বিবৃতিতে নিতীশ কুমারকে বিজেপির সঙ্গে জোটে যাওয়া এবং ওয়াকফ বিলকে সমর্থন দেওয়ায় তার ধর্মনিরপেক্ষতার প্রতিচ্ছবি নষ্ট হয়েছে। ইমারত-এ-শরিয়াহর অফিস সচিব স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, “২৩ মার্চের সরকারি ইফতারে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে… আপনার সমর্থিত ওয়াকফ বিল মুসলিমদের অর্থনৈতিক ও শিক্ষাগত ভাবে পিছিয়ে রাখার অশুভ পূর্বাভাস দিচ্ছে।”চিঠিটি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, ইমারত-এ-শরিয়াহ, জমিয়ত উলামা-ই-হিন্দ, জমিয়ত আহলে হাদিস, জামাত-এ-ইসলামি হিন্দ, খানকা মুজিবিয়া এবং খানকা রাহমানির যৌথ স্বাক্ষরে প্রেরিত হয়েছে।চিঠিতে আরও বলা হয়, “আপনি ধর্মনিরপেক্ষ শাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, যেখানে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত থাকবে। কিন্তু বিজেপির সঙ্গে আপনার জোট এবং অসাংবিধানিক ও অযৌক্তিক ওয়াকফ বিলের প্রতি সমর্থন আপনার প্রতিশ্রুতির সম্পুর্ণ পরিপন্থী।

“ইমারত-এ-শরিয়াহ মুখ্যমন্ত্রীর ইফতার পার্টিকে “লোকদেখানো” আখ্যা দিয়ে বলেন, “আপনার ইফতার পার্টির উদ্দেশ্য হলো সৌহার্দ্য ও বিশ্বাস বৃদ্ধি করা, কিন্তু বিশ্বাস পার্টি থেকে আসে না; এটি সুনির্দিষ্ট নীতি ও পন্থা থেকে আসে। মুসলিমদের প্রতি সরকারের উদাসীনতা এমন আনুষ্ঠানিক সমাবেশকে অর্থহীন করে তোলে।”চিঠিতে জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ-কে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-এর সমর্থনের জন্য সমালোচনা করা হয় এবং দলটিকে তাদের সমর্থন প্রত্যাহারের পূর্ববর্তী আহ্বানের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।জেডিইউ এই চিঠিকে “নকল” বলে অভিহিত করে এবং সাজানো নাটক বলে অভিহিত করে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-কে দোষারোপ করে। জেডিইউ-এর এমএলসি খালিদ আনোয়ার বলেন, “এটি সবই ভুয়ো এবং আরজেডি-র ষড়যন্ত্র। চিঠিতে উল্লেখিত কিছু সংগঠনের বিহারে কোনো কার্যক্রম নেই। উপনির্বাচনের ফলাফলের পর, আরজেডি-র ধর্মনিরপেক্ষ অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সব ধরনের কৌশল অবলম্বন করছে। মুসলিমরা ইফতার পার্টিতে যোগ দেবেন।”লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, “আরজেডি-কে প্রশ্ন করা উচিত যে তারা মুসলিমদের জন্য কী করেছে।”

Hot this week

অ্যান্টার্কটিকায় ট্রাম্পের শুল্ক আরোপ : বিশ্বজুড়ে চাঞ্চল্য

বুধবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চমকপ্রদ ঘোষণা দিয়েছেন—কয়েকটি...

ওয়াকফ (সংশোধন) বিল, ২০২৪-এর বিরুদ্ধে কংগ্রেস ও ডিএমকে-র সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা

ওয়াকফ (সংশোধন) বিল, ২০২৪-এর বিরুদ্ধে কংগ্রেস ও ডিএমকে-র সুপ্রিম...

Topics

অ্যান্টার্কটিকায় ট্রাম্পের শুল্ক আরোপ : বিশ্বজুড়ে চাঞ্চল্য

বুধবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চমকপ্রদ ঘোষণা দিয়েছেন—কয়েকটি...

ওয়াকফ (সংশোধন) বিল, ২০২৪-এর বিরুদ্ধে কংগ্রেস ও ডিএমকে-র সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা

ওয়াকফ (সংশোধন) বিল, ২০২৪-এর বিরুদ্ধে কংগ্রেস ও ডিএমকে-র সুপ্রিম...

বাতিল হলো ২৬ হাজার চাকরি, দুর্নীতির চাপে পড়ল এসএসসি নিয়োগ

২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম...

Related Articles

Popular Categories