
বিগত বেশ কয়েকটি টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের পরপর পরাজয়ের পর, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি সেমিফাইনাল জয়, নিঃসন্দেহে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার ঘটিয়েছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে। এছাড়া বিরাট কোহলির রাজকীয় ভঙ্গিমায় প্রত্যাবর্তন, সেমিফাইনাল জয়ের আনন্দকে আরও শতগুনে বাড়িয়ে তুলেছে। মোহাম্মদ সামির প্রত্যাবর্তন, বিরাট কোহলির প্রত্যাবর্তন, বঙ্গসন্তান বরুণ চক্রবর্তীর অসাধারণ পারফরমেন্স, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা সুনিশ্চিত করা সবমিলিয়ে একটা মেগা ম্যাচের সাক্ষী রইল ভারতীয় ক্রিকেট অনুরাগীরা।

মঙ্গলবার কর্মব্যস্ততার মাঝেও, কলকাতার নামিদামি কিছু পানশালা দশটা পর্যন্ত খেলা উপভোগ করতে বিশেষ খাবার এবং পানিয়ের ব্যবস্থা করেছে। এছাড়াও আয়োজন করা হয়েছিল, একটি বিশেষ টিভি স্ক্রিনের, যাতে গ্রাহকরা নৈশ ভোজ উপভোগ করার মাধ্যমে খেলা দেখতে পারে। কলকাতার পানশালা গুলিতে গ্রাহক সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানশালার মালিক কর্তৃপক্ষরা।
এই উদ্যোগে বেজায় খুশি পানশালার প্রত্যেকটি গ্রাহক।