বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান কোভিড যোদ্ধাদের

এনবিটিভি ডেস্ক: করোনা জয়ী ও যোদ্ধাদের বিশেষ সম্মান জানাল কলকাতা নগরপাল অনুজ শর্মা। তিনি আজ লালবাজার সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, সার্জেজেন্ট একলাখ আহমেদ, কুন্তল দেবনাথ, কনস্টেবল অমিত কুমার সাউ,শিবাজি পাল, শাহরুখ হোসেন, রঞ্জিত বর্পুমন, ভাস্কর বেরা, পুলিশ ড্রাইভার পাপ্পু কুমার , সিভিক ভলান্টিয়ার রাজেশ রায় এরা শুধু আমাদের সহকর্মী এবং কোভিড-যোদ্ধাই নন আরও অনেক কিছু। করোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়তে গিয়ে ওঁরা কোভিড-আক্রান্ত হয়েছিলেন।রোগকে জয় করে তারা আবার শুধু কাজেই যোগ দেননি, সঙ্কটাপন্ন করোনা-আক্রান্তের পাশে দাঁড়াতে নিজেদের প্লাজমা দান করেছেন এক কথায়। তাই আজ এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওঁদের সংবর্ধিত করতে পেরে গর্বিত।

Latest articles

Related articles