
আগামী ৩০ শে এপ্রিল অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উদ্বোধন হতে চলেছে দিঘর জগন্নাথ মন্দির। একদিন আগেই দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরীর মন্দিরকে অনুকরণ করে তৈরি করা হয়েছে দিঘার জগন্নাথ মন্দির। এছাড়াও অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের এক বিশেষ মিল রয়েছে। দুটি মন্দিরেই ‘সম্পূরা’ ঘরানায় গোলাপি বেলে পাথরের কাজ লক্ষ্য করা যাচ্ছে। সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে মন্দির তৈরি করতে মোট ২৫০ কোটি টাকা খরচ হয়েছে।