মালদাঃ মুখ্যমন্ত্রীর জেলা সফর এবং উন্নয়নমূলক কাজ নিয়ে দুই দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তিন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। এর পাশাপাশি তিনি জানান, চলতি মাসে মালদা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ তারিখে তিনি মালদায় পৌঁছোবেন। ৮ তারিখ পর্যন্ত তাঁর সফরসূচি রয়েছে।
তাঁর কাছে কি কি প্রকল্পের আবেদন জানানো হবে, তা নিয়ে তিন জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়।