এনবিটিভি,নদীয়া: টেস্ট পরীক্ষায় নকল করতে গিয়ে শিক্ষিকাদের হাতে ধরা পড়ায় সকলের সামনে অপমান করায় অ্যাসিড খেয়ে আত্মঘাতী হল দশম শ্রেণীর এক ছাত্রী। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে ওয়া ছাত্রীর পরিবার। জানা গেছে, নদীয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরসিংহ নগর এলাকার সঞ্জিত পালের মেয়ে পাপিয়া পাল। সে শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালযয়ে গতকাল টেস্ট পরীক্ষা চলাকালীন সে নকল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে শিক্ষিকাদের কাছে। পরিবারের দাবি তাকে, সমস্ত ছাত্রীদের মধ্যে কান ধরে উঠবস করানোর জন্যই অপমানিত হয়েছে সে। যা নিয়ে অন্যান্য ছাত্রীরা হাসাহাসি করে। আর তাতেই অপমানিত হয়ে বিদ্যালয় থেকে বাড়িতে এসে বাথরুমে গিয়ে অ্যাসিড খাই। এর পরেই যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং সে পরিবারকে সমস্ত ঘটনা জানাই। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তর করা হয়। কলকাতার হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় মৃত্যু হয় স্কুল ছাত্রীর। তবে এই ঘটনায় শিক্ষিকার শাস্তির দাবি চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান পরিবারের সদস্যরা। তবে ভরা ক্লাসে অপমানিত হয়েছে অ্যাসিড খেয়ে ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।
Related articles