শীতের দাপটে কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। এই শীত সকলের কাছে আমেজ নয়, সমাজের একশ্রেণীর মানুষের প্রাণ এই শীতের কবলে ওষ্ঠাগত। সেই সব অসহায় মানুষদের শীতের করালগ্রাস থেকে কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এসেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া। তাদের বক্তব্য “এই শীতে আমরা যখন নিজেদের চারদেওয়ালের মাঝে গরম কাপড়ে মুড়ে রাখি, তখন কিছু মানুষ এই ঠান্ডায় খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছে। কুয়াশায় ঝাপসা হয়ে আসা সেইসব পথবাসীদের চোখ একবুক আশা নিয়ে তাকিয়ে থাকে সামান্য সাহায্যের জন্য। আমাদের একটু সাহায্যই পারে সেইসব মানুষদের শীতের করাল গ্রাস থেকে রক্ষা করতে, তাই আমাদের এই ‘বিনা পয়সায় বাজার’ কর্মসূচী।”
বিগত দু’বছর থেকে চলছে তাদের এই কর্মসূচী। এবছর এই কর্মসূচীতে অংশ নিয়েছে প্রায় ১১০জন পড়ুয়া। তারা নিজেদের দৈনন্দিন খরচ বাঁচিয়ে এবং পুরোনো, ছোট হয়ে যাওয়া জামাকাপড় ও আর্থিক অনুদান সংগ্রহের মাধ্যমে এই কর্মসূচীকে বাস্তবায়ীত করেছে। অসহায়দের হাতে তারা তুলে দিচ্ছে শীত বস্ত্র, শাড়ি, কম্বল। মূলত হোয়াটসঅ্যাপ, ফেসবুক এর মতো সোস্যাল মিডিয়াকেই তারা বেছে নিয়েছে প্রচারের মাধ্যম হিসেব এবং আর্থিক অনুদান গ্রহণ করেছে অনলাইন পেমেন্ট এর দ্বারা। কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া জেলায় বসেছিল এই বিনা পয়সার বাজার। বর্তমানে কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয় এর সামনে চলছে তাদের ‘বিনা পয়সায় বাজার’ এর পাঁচ দিন ব্যাপি কর্মসূচী। ছাত্রনেতা সাজিদুর রহমান জানায় “এই উদ্যোগে আমরা ব্যপক সাড়া পেয়েছি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে অনেকেই আমাদের কাছে আর্থিক অনুদান ও বস্ত্র পৌঁছে দিয়ে আমাদের বিশেষ ভাবে সহযোগিতা করেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অশিক্ষক কর্মীরাও আমাদের সর্বতভাবে সহযোগিতা করেছেন, তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতে আমরা আমাদের এই কর্মসূচীকে সাধ্যমত বৃহৎ আকার দেওয়ার চেষ্টায় রত থাকবো।”