কেন্দ্রীয় কৃষি আইন বিল প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের উদ্বেগ বাড়িয়ে কৃষকদের সাথে সাথে এবার রাস্তায় ভাবে নামতে দেখা যাচ্ছে ছাত্রসমাজকেও। “লাঙ্গল লড়ুক রাজপথে, “কলম হাঁটুক তার সাথে” এই স্লোগানটি মুখে নিয়ে বুধবার মিছিল চালিয়েছে এস এফ আই।গতকাল মল্লিক বাজার অবরোধ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করেন বাম ছাত্র পরিষদের সদস্যরা।
এছাড়াও ,এ দিন সন্ধ্যাবেলা রাসবিহারী থেকে বিজন সেতু পর্যন্ত মশাল মিছিল বের করেন এস ইউ সির ছাত্র সংগঠন ডিসিও।
তাদের মুখে একটাই দাবি কৃষি আইন বিল প্রত্যাহার করে নিক কেন্দ্রের মোদি সরকার।
কৃষক বিদ্রোহ দমন করার পূর্বেই ছাত্রসমাজও মাঠে নেমে পড়েছে, বিল প্রত্যাহারের দাবিতে। এমন সময় বিশেষজ্ঞদের মুখে কেবল একটাই প্রশ্ন,এখন কি করতে চলেছেন মোদি সরকার?কৃষক বিদ্রোহ তার সঙ্গে ছাত্রদের শামিল হওয়া এবং কৃষকদের ডাকে আম্বানি এবং আদালতের পণ্য বর্জনের অভিযান।এই সবকিছু মিলে আপাত পরিস্থিতিতে ব্যাপক অভ্যন্তরীণ চাপের মুখে কেন্দ্রের মোদি সরকার ভারতবর্ষের বাইরের লন্ডন মেলবোর্ন ক্যালিফোর্নিয়া টরেন্টোসহ বিভিন্ন শহর থেকে ও কৃষকদের সমর্থনে মিছিল বের করার খবর পাওয়া যাচ্ছে।