এনবিটিভি, ওয়েব ডেস্ক: “রোনাল্ডো এবং মেসিকেও পিছনে ফেলে দেব” বড় দাবি করলেন ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রী। দেশকে সেরাটা দেওয়া প্রসঙ্গে এই মন্তব্য করলেন তিনি।
তিনি বলেছেন “ব্যক্তিগত রেকর্ডের থেকে দেশের হয়ে পারফর্ম করাটাই আমার কাছে প্রধান। দেশকে নিজের সেরাটা দেওয়ার প্রসঙ্গ উঠলে আমি রোনাল্ডো এবং মেসিকেও পিছনে ফেলে দেব।”