জেসমিনা খাতুন: বিশ্বজুড়ে করোনা ত্রাস। সারা বিশ্বে বেশির ভাগ দেশেই করোনা বসিয়েছে থাবা। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ সমস্ত কাজ। মানুষের দিন কাটছে সোশ্যাল মিডিয়া আর ওয়েব সিরিজে। তারকারাও সোশাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখছেন। বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করে ফ্যানদের বিনোদন করছেন।
সম্প্রতি কমেডিয়ান সুনীল গ্রোভার একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তার পোস্টে সারা নেটদুনিয়া হেসে পাগল। তিনি একটি হাতের আঁকা ছবি পোস্ট করেন। ছবিটিতে দেখা যাচ্ছে একপাশে ক্যাটরিনা এবং পাশে তারই আদলে একটি ছবি আঁকা। কিন্তু ছবিটির সাথে আসল ক্যাটরিনার কোনো ভাবেই মিল নেই। ছবিটি দেখলেই সকলের হাসি পাবে।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন লকডাউন এর জেরে কত প্রতিভা উঠে আসছে। তবে কে এই ছবি একেছেন তার প্রকাশ তিনি করেননি। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি আপলোড হতেই মুহূর্তেই ভাইরাল হয়।