
২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট যার ফলে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছে। এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।
গত বছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দেয়। এই রায়ে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের সমস্ত নিয়োগ বাতিল করা হয়। এর ফলে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারায়।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, তাই যোগ্য-অযোগ্যদের পার্থক্য করা সম্ভব নয়। এছাড়া চাকরি হারানোদের বেতন ফেরত দিতে হবে। যারা অন্য সরকারি চাকরি ছেড়ে এসএসসি-র চাকরিতে যোগ দিয়েছিলেন, তারা পুরনো দপ্তরে ফিরে যেতে পারবেন। এবং তিন মাসের মধ্যে শূন্যপদে নতুন নিয়োগও সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।