
চাকরি ফেরানোর দাবিতে দিনের পর দিন বিকাশ ভবনের সামনে বসে রয়েছেন বহু শিক্ষক-শিক্ষিকা। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করে কথা বলতে চেয়েছেন। তাদের দাবি, সরকারের নিয়োগ প্রক্রিয়ায় সরকারের অনিয়ম, ত্রুটি ও দুর্নীতির কারণে তারা চাকরি হারিয়েছেন, তাই সরকারকেই সমাধান করতে হবে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি তো আগেই বলেছিলাম যে আমরা আদালতে রিভিউ আবেদন করব। কোর্টের কিছু নিয়ম আছে, তা মানতেই হয়।”
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “যারা এই মামলা করেছে, তারাই আজ শিক্ষকদের উসকাচ্ছে। চাকরি যারা হারিয়েছেন, তারা আজ নিজেদের স্বার্থরক্ষাকারী হিসেবে দাঁড়াচ্ছেন। রাজ্য সরকার চেষ্টা করছে সমস্যার সমাধান করতে, তাই শিক্ষকদের উচিত ছিল সরকারকে বিশ্বাস করা।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের আমরা সম্মান করি। তারা রাজনীতির ঊর্ধ্বে উঠে শিশুদের শিক্ষা দিক, এটাই কাম্য। সমাজে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”