
গত বৃহস্পতিবার হরিয়ানার ফরিদাবাদে ম্যানহোলে আবর্জনা পরিষ্কারের কাজে নেমে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের ১-ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বছর পনেরোর কিশোর ইসমাইল হক।

তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে পরিবারটির সাথে দেখা করতে যান তৃণমূলের জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুন। সমবেদনা জানানোর পাশাপাশি তিনি শোকগ্রস্ত পরিবারটিকে সরকারি সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছেন।